এককালে জমিদারদের পদচারনায় মুখরিত ছিল মুক্তাগাছা।উপজেলা হলেও এটি অতি প্রাচীন একটি পৌরসভা।মুক্তাগাছার ঐতিহ্যবাহী তারাটী গ্রাম। একটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন।শিক্ষা , সংস্কৃতি ও সামাজিকতার সুদৃঢ় বন্ধন নিয়ে এগিয়ে চলছে গ্রামটি।আমরা এসএসসি পাস করেছি মুক্তাগাছা শহরের প্রানকেন্দ্রে অবস্হিত আর.কে হাই স্কুল থেকে। এ স্কুলের সিংহভাগ ছাত্র ছিল তারাটী গ্রামের।এগ্রামের পূর্ব পাড়ায় ইসলাম প্রিয় লোকদের উদ্যোগে গড়ে উঠেছে তা’লিমুল কুরআন মাদ্রাসা।মদ্রাসার পাশেই জামে মসজিদ। প্রতি বছর মাদ্রাসায় ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়।মুক্তাগাছার সন্তান হিসেবে সম্মেলনে প্রতিবারই আমি দাওয়াত পাই। আজ সেই মসজিদে জুমআর নামাজ আদায়ের সুযোগ হয়। এলাকার মুরুব্বী, আলেম -ওলামাগণের সাথে একত্রে সালাত আদায়, সংক্ষিপ্ত আলোচনা পেশ ও সাক্ষাতে ভাতৃত্ববোধের বন্ধন যেন আরো সুদৃঢ় হলো।মহান আল্লাহ আমাদের দ্বীনি সম্পর্ক আরো মজবুত করুন।আমীন॥