২৬ ও ২৭ আগস্ট ময়মনসিংহ অঞ্চলের জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়ে গেলো।এ শিক্ষা শিবিরে ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ মহানগরী, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগন্জ জেলার কর্মপরিষদ সদস্যগন উপস্হিত ছিলেন।
এ শিক্ষা শিবিরে দুটো বিষয়ে আলোচনার জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়। ২০১৫ সালে শহীদ কামারুজ্জামান ভাইয়ের শাহাদাতের পর এ অঞ্চলের কর্মপরিষদ সদস্য ভাইদের নিয়ে এটিই বড় ধরনের প্রোগ্রাম।এ জাতীয় প্রোগ্রামে কামারুজ্জামান ভাই উপস্হিত থাকতেন।ময়মনসিংহ অঞ্চলের এ শিক্ষাশিবিরে হাজির হয়ে আমি যেন শহীদ কামারুজ্জামান ভাইয়ের উপস্হিতি লক্ষ্য করেছি।
বারবার আমার চোখের সামনে কামারুজ্জামান ভাইয়ের শাহাদাতের পূর্বের দৃশ্যগুলো ও কারাগারে বন্দী থাকা অবস্হায় তার সাথে সাক্ষাতের সময়ের কথাগুলো ভেসে উঠছিল। তিনি বলেছিলেন: ‘ আকন্দ! আমার শাহাদাতের পর শেরপুর সহ ময়মনসিংহ অঞ্চলকে তোমরা আবাদ করিও।আমি শত ব্যস্ততার মাঝেও শেরপুরের সাথে যুক্ত থাকার চেষ্টা করেছি।তোমরাও যুক্ত থেকো। আমি এ বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি যে, কোন একদিন এ মাটিতে আল্লাহর দ্বীন বিজয়লাভ করবে ইনশাআল্লাহ।’
শিক্ষাশিবিরের পরিবেশ , উপস্হিত ভাইদের একাগ্রতা দেখে মনে হয়েছে শহীদ কামারুজ্জামান ভাইয়ের বিচরনস্হল ময়মনসিংহের মাটি আবাদ করার জন্য তার উত্তরসুরীরা প্রস্তুত রয়েছে। শহীদি তামান্নায় উজ্জীবিত দায়িত্বশীল ভাইয়েরা যেন ময়মনসিংহের মাটিকে আল্লাহর দ্বীনের বিজয়ের উপযোগী হিসেবে গড়ে তুলতে পারেন, মহান আল্লাহর নিকট সেই তৌফিক কামনা করছি। আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন ।আমীন॥